শুক্রবার - ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভেলায় চড়ে নদী পাড় হতে গিয়ে যুবক নিখোঁজ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে কলার ভেলা উল্টে রাজু মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
আজ বুধবার (২১শে জুন) দুপুরে উপজেলার নাওহাটা মোতাহার বাজার এলাকায় সানিয়াজান নদীতে ভেলায় চড়ে নদী পাড় হচ্ছিলো রাজু মিয়া। পানির তীব্র স্রোতে কচুরিপানায় ধাক্কা লেগে ভেলা উল্টে গেলে রাজু মিয়া ডুবে যায়।নিখোঁজ ওই যুবক ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
স্থানীয়রা তাৎক্ষণিক ভেলায় থাকা দুই যুবককে উদ্ধার করতে পারলেও রাজু মিয়াকে খুঁজে না পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডুবুরি না থাকায় ফিরে যান। তবে তারা জানিয়েছেন ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল আসলেই উদ্ধারকাজ শুরু হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn