বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ভুঞাপুরে নৈরাজ্য, আইন শৃঙ্খলা অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

ভুঞাপুরে নৈরাজ্য, আইন শৃঙ্খলা অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

 

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ১১:৪০ মিনিটে সাধারণ ছাত্র সমাজের আয়োজনে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

এ সময় বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু করে থানা মোড়, ইব্রাহিম খাঁ কলেজে সহ বিভিন্ন প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা চত্বরে এসে শেষ করা হয়।

মিছিলে উপস্থিত বক্তারা দেশের আইন শৃঙ্খলার অবনতি, নারীদের নিরাপত্তাহীনতা, ও প্রশাসনের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

ইব্রাহিম খাঁ কলেজের শিক্ষার্থী পিয়াল হাসান বলেন ২০২৪ সালে আমরা রক্ত দিয়ে গণঅভ্যুত্থান সফল করেছি, কিন্তু আজ আমরা সেই স্বাধীনতার প্রকৃত সুফল পাচ্ছি না। আমাদের মা বোনেরা রাস্তায় নিরাপদ নয়, প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে।

আনোয়ারুল ইসলাম নামের একজন বলেন দেশের আইন-শৃঙ্খলার অবনতির পেছনে ষড়যন্ত্র রয়েছে।

ছাত্র প্রতিনিধি গৌতম কুমার দাস বলেন গণঅভ্যুত্থানের পর কেন এখনো দেশে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। কেন সাধারণ মানুষ বাসে, রাস্তায় চলাফেরায় নিরাপদ নয়।

বক্তারা এ সময় প্রশাসনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানন।

সমাবেশ শেষে দেশের জন্য জীবনের উৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn