শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে ভিয়েনায় শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্র্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।
প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত সুলতানা মিস্টি, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, শফিকুর রহমান বাবুল, মনোয়ার পারভেজ, বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আরিফ হারুন অর রশিদ, আশরাফুল আলম, জহির তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক, সাম্যের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন।
কিন্তু স্বাধীনতা দুশমনরা বঙ্গবন্ধুকে হত্যা করে।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্নের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন। বাবার মতোই তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সমৃদ্ধির দিকে। কিন্তু দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা অপশক্তির ষড়যন্ত্র সেই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। চেপে বসা ইউনূসগং দেশকে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা শপথ করছি যে, আমরা অভিলম্বে দেশবিরোধী চেপে বসা অপশক্তিকে সমূলে উপড়ে ফেলবো।’⁩

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn