শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

ভাসছে চট্টগ্রাম

ভাসছে চট্টগ্রাম
উজ্জ্বল বিশ্বাস

পানির নিচে চট্টগ্রাম নগরী দায় নিবেন কে,
যার নিকট অর্পিত দায়িত্ব সে বলেন অন্যের।

চট্টগ্রাম যেন অভিশপ্ত অযোগ্যের মেলা,
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন নিয়ে চলছে খেলা।

যে বসে সিংহাসনে সেই হয় রাবন,
অজ্ঞতায় আর কৌশলে হচ্ছে জনস্বার্থ হরন।

জনপ্রতিনিধিত্বের অবহেলায় সমন্বয়ের অভাব,
কর্তৃপক্ষের আমলাদেরই দূর্নীতি আর ক্ষমতার প্রভাব।

জলজট আর যানজট একই সূত্রে গাঁথা,
জনদূর্ভোগে জনপ্রতিনিধিদের নেই মাথা ব্যাথা।

চট্টগ্রামের জনস্বার্থে জননেতার প্রয়োজন,
তখনই সুফল পাবে শেখ হাসিনার উন্নয়ন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn