
ভালুকায় ব্যাডমিন্টন ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডে জিয়াস্মৃতি ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের জাগরণ ও ক্রীড়াঅনুরাগী বিশিষ্ট শিল্পপতি, দানবীর আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ। তিনি ব্যাডমিন্টনের মতো খেলাধুলার উন্নয়নে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।
জিয়াস্মৃতি ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর তারা এমন প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একত্রিত করার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চায়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করতে আসা দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।