
ভারী বৃষ্টি – তুষারপাতে বিপর্যস্ত জম্মু- কাশ্মীর, মৃত ৫
ভারী বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত জম্মু- কাশ্মীর। জম্মুতে মৃত্যু হয়েছে ৫ জনের। বন্ধ হয়ে গিয়েছে জম্মু- শ্রীনগর জাতীয় সড়ক। ব্যাহত বিমান, সড়ক, রেল যোগাযোগ। টানা বৃষ্টি ও তুষারপাত চলছে ভূস্বর্গে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। ভারী বৃষ্টিপাতের জেরে তাওয়াই নদীতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। একাধিক পাহাড়ি অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস ছিলই। সেই মতো গুল মার্গ, সোনা মার্গ সহ একাধিক পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী তুষারপাতের খবর পাওয়া গেছে। পুঞ্চে মাদানা এলাকায় সিআরপিএফের ভাড়া করা একটি গাড়িতে পাথরের আঘাতে গাড়ির চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্য একটি ঘটনায় সুরানকোটের বাফলিয়াজ এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) ভোরে উধমপুর জেলার মুঙ্গারির কাছে পাহাড়ের ঢাল থেকে পাথর পড়ে একটি বাইকের ২ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।তুষারপাতের ফলে একাধিক জায়গায় আটকে পড়েছে গাড়ি। প্রশাসনের তরফে সকলকে সর্তক করা হয়েছে। অপরদিকে, হিমাচল প্রদেশের অবিরাম বৃষ্টি এবং তুষারপাত চলছে। মান্ডি,কুল্লু এবং চাম্বা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। আইএমডির তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে।