ভারত বিরোধী বাংলাদেশির আসামে চিকিৎসা না করানোর আবেদন জয়রাধে সেবা সমিতির
আসামরাজ্যের সরকারি ও বেসরকারি চিকিৎসালয়ে ভারত বিরোধী বাংলাদেশিদের চিকিৎসা না করানোর জন্য আবেদন রাখলেন জয়রাধে সেবা সমিতি। সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের হত্যা, ধর্ষণ, ভাঙচুর, অগ্নিসংযোগ, মন্দির চূর্ণ- বিচূর্ণ করার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আসামরাজ্যের প্রায় সবকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলোতে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা প্রদান না করার দাবি জানিয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর ) এক বৈঠকে জয়রাধে সেবা সমিতির কর্মকর্তারা বলেন, ভারতের জাতীয় পতাকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি কার্যালয়ের সামনে ভারতীয় জাতীয় পতাকা অংকন করে পা মোছার দৃশ্য ভাইরাল করেছে। এটা ভারতের ১৪০ কোটি নরনারীর কাছে একটা বিরাট অপমানের বিষয়। জাতীয় পতাকাকে এভাবে অবমাননা করা কোনভাবেই মেনে নিতে পারছেন না ভারতবাসী। তাই আসামে কোন বাংলাদেশির চিকিৎসা করানো হবে না বলে এক প্রকার ফতোয়া জারি করেছেন জয়রাধে সেবা সমিতির কর্মকর্তারা। দেশের আত্মসম্মান এবং দেশবাসীর মর্যাদাকে সামনে রেখে বাংলাদেশের এমন জঘন্য কর্মকান্ডকে তীব্র ভৎসনা দিয়ে বক্তব্য রাখেন তাঁরা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, জয়দীপ চক্রবর্তী, মৌসুমী অধিকারী, মৃণাস্কা সাহা, গৌতম রায়, দেবলীনা পাল, গৌরব চন্দ, সুবীর ধর প্রমূখ।