রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে ৮৮ শতাংশ আত্মনির্ভরঃ রাজনাথ সিং

ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে ৮৮ শতাংশ আত্মনির্ভরঃ রাজনাথ সিং

 

 

বিদেশ নির্ভরতা কাটিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ৮৮ শতাংশ আত্মনির্ভর হয়ে উঠেছে ভারত। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি ) এক অনুষ্ঠানে প্রতিরক্ষা বিভাগের সেই সাফল্য ব‍্যাখ‍্যা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানিয়ে দিলেন, বিদেশ থেকে আমদানি নয়, বর্তমানে দেশের অস্ত্র ভান্ডারের ৮৮ শতাংশ অস্ত্র নিজেই তৈরি করছে ভারত। শুধু তাই নয়, ২০২৩- ২৪ অর্থ বর্ষে ২৩ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে দেশ। ২০১৯ সালে দ্বিতীয় বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই প্রতিটি ক্ষেত্রে বৈদেশিক নির্ভরতা কাটিয়ে স্বদেশি হওয়ার লড়াইয়ে নামে দেশ। সবচেয়ে বেশি তৎপরতা দেখা যায় দেশের প্রতিরক্ষা মন্ত্রকে। অস্ত্র প্রস্তুতে আমদানি কমিয়ে রপ্তানিতে মনোনিবেশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই লক্ষ্যে অল্প কয়েক বছরের মধ‍্যেই সাফল্যের মুখ দেখেছে দেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি ) আইআইটি মান্ডির ১৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ” ভারত অস্ত্র উৎপাদনে ৮৮ শতাংশ আত্মনির্ভর হয়ে উঠেছে। ২০২৩- ২৪ অর্থ বর্ষে ২৩ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছি আমরা। ২০২৯ সালের মধ‍্যে এই রপ্তানির পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকার লক্ষ্য নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোনিবেশ করার দেশের আইআইটি পড়ুয়াদের কাছে তিনি আবেদন জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn