শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

ভারত- পাক নিয়ন্ত্রণ রেখায় ল‍্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ৬ সেনা জওয়ান

ভারত- পাক নিয়ন্ত্রণ রেখায় ল‍্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ৬ সেনা জওয়ান

 

ভারত- পাক নিয়ন্ত্রণ রেখায় ল‍্যান্ডমাইন বিস্ফোরণ। আহত অন্তত ৬ ভারতীয় সেনা জওয়ান। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত দুর্ঘটনার জেরেই এই বিস্ফোরণ। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সকাল ১১টা ১৫ মিনিটে পাক অধিকৃত কাশ্মীর নৌসেরা সেক্টরের খাম্বা দুর্গের কাছে টহল দিচ্ছিলেন গোখা রেজিমেন্টের জওয়ানরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। ৬ জন জওয়ান আহত হন। তাড়াতাড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা সকলেই সুস্থ হয়েছেন বলে খবর। কিভাবে ঘটল এই দুর্ঘটনা ? জানা যায়, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ আটকানোর জন‍্য ল‍্যান্ডমাইন পাতা থাকে। কখনও কখনও বৃষ্টির তোড়ে ভেসে সেই মাইনগুলি অন‍্যদিকে চলে আসে। এ ক্ষেত্রে ও তেমনটাই হয়েছিল। অসাবধানতাবশত সেই ল‍্যান্ডমাইনেই পা রেখে ফেলেন জওয়ানরা। তাতেই দুর্ঘটনা ঘটে যায়। তবে পাক জেহাদিরা ছক কষেই নাশকতার জন‍্য ল‍্যান্ডমাইন সরিয়ে এনেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn