
ভারতে নিষিদ্ধ হোক মাছ মাংস, চাইছেন তৃণমূল সাংসদ শক্রঘ্ন সিনহা
ভারতের দেশজুড়ে নিষিদ্ধ হোক আমিষ খাবার। এমনটাই চান ” খামোশ” অভিনেতা তথা বাংলার তৃণমূল সাংসদ শক্রঘ্ন সিনহা। বিজেপি সরকারের আমলে দেশের কোনও প্রান্তে প্রান্তে গোমাংসকে নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপকে ও স্বাগত জানিয়েছেন শক্রঘ্ন। একই সঙ্গে উত্তরাখন্ডে অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর করার প্রশংসা ও করেছেন পশ্চিমবঙ্গের আসানসোলের সাংসদ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সংসদের বাইরে শক্রঘ্ন সিনহা বলেন,” দেশের বিভিন্ন প্রান্ত গোমাংস নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি, শুধুমাত্র গোমাংস নয়, দেশে সম্পূর্ণভাবে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত।” তিনি আরও বলেন,” এর পরেও উত্তর পূর্ব ভারতসহ দেশের কিছু অংশে গোমাংস খাওয়া এখনও বৈধ। এরপরই তাঁর খোঁচা, ” ওঁহা খাও তো ইয়ামি, ইয়াহা খাও তো মাম্মি। এতো হতে পারে না।” অর্থাৎ উত্তর পূর্বে গোমাংস খেলে কোনও সমস্যা হয়না। কিন্তু উত্তর ভারতে খেলে সমস্যা হবে। এটা চলতে পারে না। সর্বত্র একই আইনকানুন থাকা উচিত। স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।