ভারতে অনুপ্রবেশের সময় কসবা কাজিয়াতলি সীমান্তে স্বামী-স্ত্রী আটক : রোমান নামে একজন দালাল পলাতক
ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর কাজিয়াতলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে কাজিয়াতলি সীমান্তের ২০৩০/২ নম্বর পিলার কাছ থেকে তাদের দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,গোপাল দাস(৪৫) পিতা নিপেন্দ্র দাস ও তার ববিতা দাস(৩৫) স্বামী গোপাল দাস । তারা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা বলে কসবা থানার মামলা সূত্রে প্রকাশ।
বিজিবির মামলার এজাহারে জানা যায় শুক্রবার বিজিবি সদস্যরা কাজিয়াতলি সীমান্ত এলাকা টহল দিচ্ছিল। তারা রাতে সাড়ে দশটার টায় দিকে সীমান্তের ২০৩০/২ নম্বর পিলার অদূরে দুই থেকে তিন জন নারী-পুরুষকে দেখতে পেয়ে দুইজনকে আটক করেন। অপর একজন দৌড়ে পালিয়ে যায় বলে মামলার এজাহারে পলাতক আসামী হিসেবে রোমান মিয়া(৩০) পিতা মো:লিটন মিয়া সাং বড়মুড়া ,উপজেলা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা নিজের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নোয়াগাও । দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। রোমান সহ দালালের কথা মতো তারা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে তারা স্বীকার করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।এবং ভারতে অনুপ্রবেশের দায়ে স্বামী স্ত্রী ও রোমান মিয়াসহ তিন জনকে আসামী করা হয়েছে। আজ(১৪ ডিসেম্বর) শনিবার কসবা থানা মামলা নং ১৬ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আ