সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ভারতের মহারাষ্ট্রে ৪ তলা ভবন ধসে ৬ জন নিহত 

ভারতের মহারাষ্ট্রে ৪ তলা ভবন ধসে ৬ জন নিহত

 

বুধবার ( ২১ মে) ভারতের মহারাষ্ট্রে একটি পুরনো ভবন ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ৬ জন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মহারাষ্ট্রের কল‍্যাণ (পূর্ব) এলাকায় ৩৫ বছরের পুরনো একটি ভবনের মেরামত চলছিল। সেই সময় ৪ তলা ভবনটির ৩ তলার একটি স্ল‍্যাব হঠাৎ ভেঙে যায়। এরপর ভবনটির একাংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। ৩ নাবালক সহ ৬ জন গুরুতর  আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কল‍্যাণ ডোম্বিভলি মিউনিসিপাল কর্পোরেশন ( জেডিএমসি) এর কমিশনার অভিনব গোয়েল জানিয়েছেন, দমকল, পুলিশ, থানে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা সেখানে রয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে ১২ জনকে উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা, তা দেখা হচ্ছে। এনিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn