
ভারতের মহারাষ্ট্রে ৪ তলা ভবন ধসে ৬ জন নিহত
বুধবার ( ২১ মে) ভারতের মহারাষ্ট্রে একটি পুরনো ভবন ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ৬ জন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মহারাষ্ট্রের কল্যাণ (পূর্ব) এলাকায় ৩৫ বছরের পুরনো একটি ভবনের মেরামত চলছিল। সেই সময় ৪ তলা ভবনটির ৩ তলার একটি স্ল্যাব হঠাৎ ভেঙে যায়। এরপর ভবনটির একাংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। ৩ নাবালক সহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কল্যাণ ডোম্বিভলি মিউনিসিপাল কর্পোরেশন ( জেডিএমসি) এর কমিশনার অভিনব গোয়েল জানিয়েছেন, দমকল, পুলিশ, থানে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা সেখানে রয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে ১২ জনকে উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা, তা দেখা হচ্ছে। এনিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।