ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪জন সহ ৫
পুণে থেকে মাহাদে বিয়ে বাড়ি যাওয়ার পথে বাস উল্টে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। মৃত্যু হয়েছে এক বাস কর্মীর ও। ২৭ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ( ২০ ডিসেম্বর ) সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের তামহিনি ঘাট এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, পুণে শহরের লোহেগাঁও থেকে যাদব পরিবারের সদস্য ও আত্মীয়রা একটি বেসরকারি বাসে মাহাদের বিরাদওয়াড়িতে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় রায়গড় জেলার তানহিনি এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ৫ জন মারা যান। মৃতদের মধ্যে রয়েছেন এক বাস কর্মীও। মৃতদের নাম বন্দনা রাকেশ সপকাল, সঙ্গীতা ধনঞ্জয় যাদব,শিল্পা প্রদীপ পাওয়ার। গৌরব ধনওয়াড়ে এবং গণেশ ইঙ্গলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত ও মৃতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। কি করে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার ও আত্মীয়দের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া পরিবারে।