রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ভারতের বিহারে চিত্র সাংবাদিক খুনে প্রতিবেশী যুবক গ্রেফতার, দ্রুত তদন্তের নির্দেশ

ভারতের বিহারে চিত্র সাংবাদিক খুনে প্রতিবেশী যুবক গ্রেফতার, দ্রুত তদন্তের নির্দেশ

 

ভারতের বিহারে এক চিত্র সাংবাদিককে পিটিয়ে খুন করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার (২৮ ডিসেম্বর ) ভোরে বিহার রাজ‍্যের পূর্ণিয়া জেলায় ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, নিহতের নাম নীলাম্বর যাদব (৩৫) পূর্ণিয়ার হাট থানাধীন নয়া সিপাহি টোলার বাসিন্দা নীলাম্বর পেশায় একটি হিন্দি দৈনিক পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন। নিহতের ভাই পীতাম্বর জানিয়েছে, শুক্রবার (২৭ ডিসেম্বর ) রাতে তাঁদের প্রতিবেশী যুবক ও তাঁর স্ত্রীর মধ‍্যে বাকবিতন্ডা হচ্ছিল। বিরোধ থামাতে নীলাম্বর ওই প্রতিবেশীর বাড়ি গেলে সেখানে তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন এক যুবক। অভিযোগ, তখনই মাথায় রডের আঘাত পেয়ে জ্ঞান হারান নীলাম্বর। কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়। পূর্ণিয়ার এসপি কার্তিকেয় শর্মা জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ দেখে বাড়ির পিছনের পাঁচিল টপকে চম্পট দেয় প্রতিবেশীর পরিবার। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তার পরিবারের সদস্যরা এখনও পলাতক। তাদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানিয়েছেন পূর্ণিয়ার সাংসদ সদস্য পাপ্পু যাদব। প্রাক্তন সাংসদ সন্তোষ কুশওয়াহা এবং বিজেপির জেলা সভাপতি রাকেশ কুমার ও নিহতের বাড়িতে পৌঁছান। ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn