
ভারতের বিরুদ্ধে ” বিরাট ষড়যন্ত্র ” নিয়ে উদ্বেগের কথা শোনালেন সেনাপ্রধান
পাকিস্তানের সঙ্গে চিনের “আঁতাত ” বহুদিনের। এনিয়ে এবার মুখ খুললেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিদেবী। তিনি বলেন, পাকিস্তান এবং চিনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। এবং এটা খুবই উদ্বেগের বিষয়। কয়েকদিন আগেই জানা গিয়েছিল ইসলামাবাদকে ৪০টি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চলছে “বন্ধু” বেজিং। এই অত্যাধুনিক যুদ্ধ বিমান রাডারে প্রায় অদৃশ্য। ফলে সহজেই “শক্র পক্ষের” চোখে ধুলো দিতে পারে এই জেটগুলো। অনেকেই বলছেন দিল্লিকে চাপে ফেলতেই পাকিস্তানের হাতে যুদ্ধবিমান তুলে দিচ্ছে চিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থল, নৌ ও বায়ুসেনা প্রধান। দেশবিদেশের নানাবিষয়, ভারতের প্রতিরক্ষা, কূটনৈতিক এরকম নানা প্রসঙ্গে তাঁরা কথা বলেন। চিন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, ” এটা আমাদের মানতেই হবে যে, চিন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় ১০০ শতাংশ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চিন থেকে আসে। দুইদেশের দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটাই বাস্তব।”