শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ভারতের ছত্তিশগড়ে ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে ৪ শিশুসহ ১৩ নিহত 

ভারতের ছত্তিশগড়ে ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে ৪ শিশুসহ ১৩ নিহত

 

ভারতের ছত্তিশগড়ে ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে প্রাণ গেল ৪ শিশুসহ ১৩ জনের। নিহতদের মধ‍্যে রয়েছে ৯ জন মহিলা এবং ৪ জন শিশু। আরও আহত হয়েছেন ১১ জন। রবিবার (১১ মে) গভীর রাতে রায়পুর- বালোদাবাজার সড়কের সারাগাঁওয়ের কাছে দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, হতাহতরা চাতৌদ গ্রামের বাসিন্দা। তাঁরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বানসারি গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে সারাগাঁওয়ের কাছে তাঁদের ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কা লাগে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়পুরের জেলাশাসক গৌরব সিং জানান, অত‍্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। হতাহতদের পরিবারকে সম্ভাব‍্য সকল সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে ব‍্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। জানা গেছে, দুর্ঘটনার ভয়াবহতা এতােটাই ছিল, ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন দেহ। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতদর অনেক‍ের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ট্রেলার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ট্রেলারটি দ্রত গতিতে যাচ্ছিল। চালকের গাফিলতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn