ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী গাড়ির। রবিবার (১৫ ডিসেম্বর ) গভীর রাতে এই ঘটনার মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহত ৭ জন। সোমবার (১৬ ডিসেম্বর ) পুলিশের তরফে জানানো হয়েছে, গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের বলোদ জেলার গুন্ডেরডেহি এলাকায়। যাত্রীবাহী গাড়িটিতে ছিলেন মোট১৩ জন। একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক। দ্রুতগতিতে ছুটে আসা গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ জন যাত্রীর। নিহতদের নাম দুরপাত প্রজাপতি(৩০), সুনিতাবাই কুম্ভকার (৫০), মনীশ কুম্ভকার (৩৫), সাগুনবাই কুম্ভকার(৫২) ইমলাবাই (৫৫)। এ ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ বছরের একটি শিশু ও। আহত ৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।