
ভারতের ওড়িশা সীমান্তে বন্দুক যুদ্ধে ২ নারী সহ ১৪ মাওবাদী নিহত
ভারতের ছত্তিশগড়ের গারিয়াবান্দ জেলার ওড়িশা সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি ) এই সংঘর্ষের বিষয়ে পুলিশ জানিয়েছে। নিহত মধ্যে ২ নারী নকশাল ও রয়েছেন, তাদের সোমবার (২০ জানুয়ারি ) অভিযানের সময় হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মাওবাদী রয়েছেন যার মাথার মূল্য ১ কোটি টাকা নিধারিত ছিল। এছাড়া বন্দুক যুদ্ধ এখনও চলছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ) ভোরে ছত্তিশগড় ও ওড়িশা সীমান্তে মাইনপুর থানা এলাকার একটি জঙ্গলে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এর আগে সোমবার (২০ জানুয়ারি ) একই অভিযানে ২ নারী মাওবাদী নিহত এবং কোবরা বাহিনীর একজন জওয়ান আহত হন। নতুন সংঘর্ষে আরও ১২ মাওবাদী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে, অভিযানে ছত্তিশগড়ের জেলা রিজার্ভ গার্ড ( ডিআরজি), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী( সিআরপিএফ) কোবরা ইউনিট এবং ওড়িশার বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) অংশ নিয়েছে। পুলিশ জানিয়েছে, ১৯ জানুয়ারি রাতে অভিযান সূচনা হয়। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে, ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনে মাওবাদীদের উপস্থিতি রয়েছে। এই এলাকা ওড়িশার নুয়াপাড়া জেলার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। এই অভিযান মাওবাদীদের বিরুদ্ধে যৌথবাহিনীর চলমান লড়াইয়ে একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।