সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু 

ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

 

ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, মৃতদের মধ‍্যে ৩ জন কোরাপুটের, ২জন জয়পুর ও ২ জন গঞ্জামের এবং ১ জন করে ঢেংকানল ও গজপতির বাসিন্দা। আহত ও হয়েছেন বহু। তাঁদের চিকিৎসা চলছে। শুক্রবার (১৬ মে) রাতের দুর্যোগে কোরাপুট জেলায় ৩ জন মহিলার মৃত্যু হয়। সেখানে ১জন বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রে খবর, একই পরিবারের সদস্যরা মাঠে কাজ করছিলেন। সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। কুঁড়ের ঘরের উপর বাজ এসে পড়লে ৩ মহিলার মৃত্যু হয়। নিহতরা হলেন ব্রুধি মান্ডিঁঙ্গা (৬০) তাঁর নাতনি কাসা মান্ডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)। শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) এর তরফে ওড়িশার ৭ জেলায় ব‍জ্রপাত ও ঝড় সংক্রান্ত লাল সতর্কতা সংকেত জারি করা হয়। সেই জেলাগুলির মধ‍্যে ছিল, কোরাপুট,কুট্টাক, খুর্দা, নয়াগড়, জাজপুর, বালাসোর এবং গাঞ্জাম।  ওড়িশায় এবার এই প্রথম বজ্রপাতে এত মানুষের মৃত্যু হল। গতমাসে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছিল বিহারে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন,পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের ফলে বজ্রপাত বেড়ে গিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn