সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ৭৮ বাংলাদেশি মৎস্যজীবী কোস্ট গার্ডের জালে

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ৭৮ বাংলাদেশি মৎস্যজীবী কোস্ট গার্ডের জালে

 

ভারত- বাংলাদেশ টানা পোড়েনের আবহে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর হাতে আটক ৭৮ জন বাংলাদেশি মৎস‍্যজীবী। জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে ২টি বাংলাদেশি ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ) ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তরফে এক্স হ‍্যান্ডেলে জানানো হয়েছে, ” ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি অভিযান চালিয়ে ২টি ট্রলার সহ ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে। ট্রলার ২টি পারাদ্বীপের কাছে আনা হয়েছে।” বাজেয়াপ্ত ট্রলার ২টি হল এফভি লায়লা ২ এবং এফবি মেঘনা ৫। একাধিক ছবি ও পোস্ট করা হয়েছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তরফে। বাজেয়াপ্ত ট্রলার ২টি সি অ‍্যান্ড এফ অ‍্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। ইতিমধ্যে ট্রলার ২টি উদ্ধারে আইন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার এবং সিঅ‍্যান্ডএফ অ‍্যাগ্রো লিমিটেড। এখন প্রশ্ন হল, পশ্চিমবঙ্গের যে ৭৯ জন মৎস‍্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে, তাঁদের কবে মুক্তি দেবে ঢাকা ?।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn