রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভান্ডারিয়ায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ভান্ডারিয়ায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 

পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ভান্ডারিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মল্লিকবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান মল্লিক (৪৮) পৌরসভার ৩ নং ওয়ার্ডের মল্লিকবাড়ির মৃত আঃ মান্নান মল্লিকের পুত্র। শনিবার (২২ মার্চ) সকালে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাযায়, ভান্ডারিয়া থানার এস আই (নিঃ) মানিক লাল হালদার এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান করার সময় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে ভান্ডারিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মল্লিকবাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে মিজানুর রহমান মল্লিক নামে মাদক কারবারিকে দুই কেজি গাজাসহ হাতে নাতে গ্রেফতার করেন।

এই বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ আনওয়ার জানান, মিজানুর রহমান মল্লিকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn