রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ভাঙড়ে তৃনমূল নেতা আরাবুল ইসলামের গাড়ি তল্লাশিতে পুলিশের হাতে উঠে এলো লাঠি,উইকেট, কোদালের বাট

ভাঙড়ে তৃনমূল নেতা আরাবুল ইসলামের গাড়ি তল্লাশিতে পুলিশের হাতে উঠে এলো লাঠি,উইকেট, কোদালের বাট

 

আবার সংবাদ শিরোনামে ভাঙড়।এবার ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তৃনমূল নেতা আরাবুল ইসলামের গাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের। গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে পড়ল লাঠি, কোদালের বাট, উইকেট। গাড়িতে এই সব কী কারণে রাখা হয়েছে ? তাই নিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসাও হয় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের। বৃহস্পতিবার সকালে ভাঙড়ের বিডিও অফিস এলাকায় এই নিয়ে বচসা শুরু হয়। বুধবার ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃনমূল নেতা শওকত মোল্লার অনুগামীদের সঙ্গে আরাবুল ইসলামের লোক জনের বিবাদ দেখা যায়। তার পরদিনই এই লাঠি উদ্ধার করা হল। তাহলে কি ফের অশান্তির ছায়া ভাঙড় এলাকায় ? সেই প্রশ্ন উঠে আসছে।এদিন সকালে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির অফিসে যান। পঞ্চায়েত সমিতির অফিস এলাকাতেই বিডিও অফিস। সেই কারণে ওই প্রশাসনিক চৌহদ্দির এলাকায় পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। অন্যান্য গাড়িরও তল্লাশি চালানো হয়।সেই হিসেবে আরাবুল ইসলামের গাড়িতেও তল্লাশি হয়। পুলিশ গাড়িতে তল্লাশি চালাতে শুরু করে। গাড়ির ডিকির ভিতর থেকে বেরিয়ে পড়ে লাঠি,উইকেট, কোদালের বাট।পুলিশ সেই বিষয়ে প্রশ্ন করে আরাবুল ইসলামকে।আর তাতেই বচসা বেঁধে যায় আরাবুল ইসলামের সঙ্গে পুলিশের।আরাবুল ইসলাম সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন। সেই সঙ্গে ভাঙড়ে আরাবুল ইসলাম অনুগামীরাও ফের অক্সিজেন পেয়েছেন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের সঙ্গে চাপা উত্তেজনা হতে দেখাও গিয়েছে।তবে কি ফের অশান্তির আঁচ ভাঙড় এলাকায়? এবার আরাবুলের গাড়িতে মিলল এই লাঠি, উইকেট। কী কারণে ওই সব গাড়িতে রাখা হয়েছিল? সেই বিষয় জানার চেষ্টা করছে ভাঙড় থানার পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn