
নগরীর নজির আহমদ রোডস্থ ফরেস্ট গেইটের পাশে বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার সহসভাপতি পন্ডিত স্বপন কুমার চক্রবর্তীর প্রতিষ্ঠিত জ্যোতিষ কার্যালয় “ভাগ্যন্বেষণ জ্যোতিষালয়” অফিস উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নুরুল ইসলাম বখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. কে সি পাল। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ এ.আর.আচার্য্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিল আচার্য্য, স্বপন চক্রবর্তী, সৈয়দ আতিকুর রহমান, তপন নয়ন আচার্য্য, বিপুল সরকার, দিবাকর আচার্য্য, লিটন আচার্য্য, টিবলু আচার্য্য, শয়ন আচার্য্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, অরুপ আচার্য্য, রাজু আচার্য্য, কুশ মিশ্র, সুবীর আচার্য্য, সুজন পাল, সমীরণ আচার্য্য, তপু চক্রবর্তী, পলাশ আচার্য্য, প-িত তরুণ কুমার আচার্য্য, অনুপ আচার্য্য প্রমূখ।