শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ভলাকুট ইউপি পরিচালনার জন্য আর্থিক ও প্রসাশনিক ক্ষমতা পেলেন মো. ইদ্রিস মিয়া

ভলাকুট ইউপি পরিচালনার জন্য আর্থিক ও প্রসাশনিক ক্ষমতা পেলেন মো. ইদ্রিস মিয়া

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ২ নং ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়া গত ২০ এপ্রিল ২০২৫ গ্রেফতার হয়েছেন। তিনি ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ২ নং এফ আই আর মামলার (২৭ নং এজাহার নামীয় আসামী)ওয়ারেন্ট মূলে নাসিরনগর থানা পুলিশ কতৃর্ক গ্রেফতার হয়েছেন।

দেখা যাচ্ছে মামলা ও গ্রেফতার জনিত কারনে ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন । এর কারনে ওই ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় ইউনিয়ন পরিষদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন (২০০৯ এর ৩৩ ধারা) অনুযায়ী মোহাম্মদ দিদারুল আলম, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার অন্তর্গত ০২ নং ভলাকুট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়াকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছেন।

গত ৩০ এপ্রিল ২০২৫ এ সক্রান্ত পরিপত্র জারি করেছে জেলা প্রসাশকের কার্যালয়,স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া ।

ভলাকুট ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রসাশনিক সদ্য দায়িত্ব প্রাপ্ত মো. ইদ্রিস মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে আমি যেন যথাযথ দায়িত্ব
পালন করতে পারি সে জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn