
ভয়াবহ কান্ড দিল্লিতে ব্যস্ততম রাস্তায় তরুণীকে পরপর ছুরির কোপ বন্ধুর
ভারতের রাজধানী দিল্লির ব্যস্ততম রাস্তায় এক তরুণীকে ছুরি দিয়ে পরপর কোপালেন এক তরুণ। রবিবার (৬ এপ্রিল ) ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ – পশ্চিম দিল্লিতে। এমন কি অভিযুক্ত তরুণ ও ওই ছুরি দিয়ে নিজেকে ও আহত করেছেন বলে জানা গেছে। সোমবার (৭ এপ্রিল ) পুলিশ জানিয়েছেন, রবিবার (৬ এপ্রিল ) রাত ৯টা ৩০ মিনিটে ঘটনাটি সংগঠিত হয়েছে দক্ষিণ – পশ্চিম দিল্লির কিরবি প্লেস বাস স্টপ এলাকায়। ১৯ বছর বয়সি ওই তরুণীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্ত ২০ বছর বয়সি তরুণ বন্ধু অমিত। এতে তরুণীর ঘাড়ে ও পেটে গুরুতর চোট লাগে। এরপর অভিযুক্ত তরুণ ছুরি দিয়ে নিজেকে ও আহত করেন। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ওই তরুণী ও অভিযুক্ত হামলার পর রাস্তার ডিভাইডারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁদরকে ঘিরে রয়েছে পথে চলতি জনতার ভিড়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর ২ জনকেই আহত অবস্থায় ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লির দক্ষিণ – পশ্চিমের ডিসিপি সুরেন্দ্র চৌধুরী জানান,” জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে,যে গত ১ বছর ধরে বন্ধু ছিল ওই তরুণ – তরুণী। কিন্তু সম্প্রতি সেই বন্ধুত্বের অবনতি হয়। এর জেরে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ” ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত তরূণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।