সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভয়াবহ কান্ড দিল্লিতে ব‍্যস্ততম রাস্তায় তরুণীকে পরপর ছুরির কোপ বন্ধুর

ভয়াবহ কান্ড দিল্লিতে ব‍্যস্ততম রাস্তায় তরুণীকে পরপর ছুরির কোপ বন্ধুর

 

ভারতের রাজধানী দিল্লির ব‍্যস্ততম রাস্তায় এক তরুণীকে ছুরি দিয়ে পরপর কোপালেন এক তরুণ। রবিবার (৬ এপ্রিল ) ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ – পশ্চিম  দিল্লিতে। এমন কি অভিযুক্ত তরুণ ও ওই ছুরি দিয়ে নিজেকে ও আহত করেছেন বলে জানা গেছে। সোমবার (৭ এপ্রিল ) পুলিশ জানিয়েছেন, রবিবার (৬ এপ্রিল ) রাত ৯টা ৩০ মিনিটে ঘটনাটি সংগঠিত হয়েছে দক্ষিণ – পশ্চিম দিল্লির কিরবি প্লেস বাস স্টপ এলাকায়। ১৯ বছর বয়সি ওই তরুণীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্ত ২০ বছর বয়সি তরুণ বন্ধু অমিত। এতে তরুণীর ঘাড়ে ও পেটে গুরুতর চোট লাগে। এরপর অভিযুক্ত তরুণ ছুরি দিয়ে নিজেকে ও আহত করেন। ঘটনার  ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ওই তরুণী ও অভিযুক্ত হামলার পর রাস্তার ডিভাইডারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁদরকে ঘিরে রয়েছে পথে চলতি জনতার ভিড়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর ২ জনকেই আহত অবস্থায় ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লির দক্ষিণ – পশ্চিমের ডিসিপি সুরেন্দ্র চৌধুরী জানান,” জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে,যে গত ১ বছর ধরে বন্ধু ছিল ওই তরুণ – তরুণী। কিন্তু সম্প্রতি সেই বন্ধুত্বের অবনতি হয়। এর জেরে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ” ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত তরূণের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ১০৯ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn