
ভবিষ্যতে পরিণতি খারাপ হবে বলে হুমকি বালু ব্যবসায়ী বাবুর
‘এখন যা করতেছে সেটা একেবারেই ঠিক করতেছে না, ভবিষ্যতে ওর (সংবাদকর্মী জুবায়ের মাহমুদ) পরিণতি মোটেও ভাল হবে না’। ‘এখন অন্যের কথায় যেসব নিউজ করতেছে, ফেসবুক লাইভে যেয়ে আমার বালু উত্তোলন নিয়ে কথা বলতেছে, সেটার জন্য ও’কে (জুবায়ের) ভুগতে হবে’। এসব কথা বলে সাংবাদিক জুবায়ের মাহমুদকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে আব্দুর রহমান বাবু ওরফে ‘বালু বাবু’।
ঘটনাটি আজ ১৯ মে সোমবার সকাল নয়টার দিকে নওয়াবেঁকী খেয়াঘাটে ঘটেছে। এর আগে সকাল আটটার দিকে অনলঅইন পোর্টাল ‘দ্যা এডিটরস ডটনেট’-এর লাইভে এসে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে কথা বলেন জুবায়ের। তিনি নওয়াবেঁকী-বিড়ালাক্ষী গ্রামের পাশর্^বর্তী খোলপেটুয়া নদীর পাড়ে দাড়িয়ে উক্ত লাইভে যুক্ত হন। এসময় লাইভ সম্প্রচারে জুবায় জানান কয়েকদিন পুর্বে আশাশুনির হিজলার চরের সুনির্দিষ্ট একটি দাগ ইজারা সংক্রান্ত দরপত্র জমা পড়েছে।
জানা গেছে, সর্বোচ্চ দরদাতা (এক কোটি ১৪ লাখ) হিসেবে ইজারা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন আব্দুর রহমান বাবু গং।