বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ব্রিটিশ বাংলাদেশী মোঃ হুসাইন ওয়ারিংটনের মেয়র নির্বাচিত

ব্রিটিশ বাংলাদেশী মোঃ হুসাইন ওয়ারিংটনের মেয়র নির্বাচিত

 

ওয়ারিংটনের ১৪১তম মেয়র হিসেবে কাউন্সিলর মোঃ হুসেইন নির্বাচিত হয়েছেন। ৫৭ বছর বয়সী মো হুসেইন ।তিনি ২০২১ সালে ওয়ারিংটনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি বরো কাউন্সিলর হয়েছিলেন।

২০২১ সালে ওয়ারিংটনের গ্রেট সানকি সাউথের কাউন্সিলর নির্বাচিত এবং দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন। তিনি স্থানীয় বাসিন্দাদের চাহিদা পূরণের জন্য ধারাবাহিকভাবে কাজ করে গেছেন।

কাউন্সিলর হুসেইন আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে পর্যন্ত তার মেয়র পদের বছর । গ্রেট সানকি সাউথ থেকে কাউন্সিলর পদে তার মেয়ে লিয়া হুসাইনও নির্বাচিত হয়েছেন।খবর বার্তা সংস্থা বাপসনিউজ ।

২০১০ সাল থেকে ওয়ারিংটন ইসলামিক অ্যাসোসিয়েশনের একজন ট্রাস্টি।২০১২ সাল থেকে, মোঃ হুসেইন ওয়ারিংটন এথনিক কমিউনিটি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি তার বরোর মানুষের জীবন মান উন্নত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন।

কাউন্সিলর মোঃ হুসেইন ৪৫ বছরেরও বেশি সময় ধরে ওয়ারিংটন বাসীর জন্য একজন নিবেদিত প্রাণ প্রিয় মানুষ। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে কমিউনিটি সহ বিভিন্ন আন্তর্জাতিক সেবায় নিজের অবদানের জন্য অসংখ্য মানুষের হৃদয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ।

তার নিজের কমিউনিটি কাজের পাশাপাশি, মো হুসেইন ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড মোটরিস্টের একজন সিনিয়র পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন, সড়ক নিরাপত্তা উন্নত করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রেখেছেন ।হাজার হাজার পাউন্ড সংগ্রহ করেছেন আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগে সাহায্যের জন্য।মো হুসেইন COVID-19 মহামারী চলাকালীন খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ এবং সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেন এবং বিশ্বের অন্যান্য অংশ থেকে আসা শরণার্থীদের স্বাগত জানানোর মতো উদ্যোগের মাধ্যমে অসংখ্য বাসিন্দাদের সহায়তা করেছেন।

ওয়ারিংটনের মেয়র হিসেবে, কাউন্সিলর হুসেইন ওয়ারিংটন ইয়ুথ জোন, ওয়ারিংটন ডিসএবিলিটি পার্টনারশিপ, সেন্ট রোকো’স হসপিস এবং রুম অ্যাট দ্য ইনকেও কাজের মাধ্যমে সহযোগিতা করছেন। মেয়র হিসেবে তরুণদের জন্য সুযোগ বৃদ্ধি, গৃহহীনদের সহায়তা এবং বয়স্কদের জন্য সহায়তা প্রদানের লক্ষ্য অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn