শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ব্রিকসে যুক্ত হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত হবে : দয়াল কুমার বড়ুয়া

উন্নত দেশ গুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশ গুলোর জোট, বিশেষ করে দক্ষিণ-দক্ষিণ সহোযোগিতার ব্রিকস জোট গুরুত্বপূর্ণ। সেখানে বাংলাদেশের যুক্ত হওয়াটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিস্তৃত করবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ব মুদ্রা ব্যবস্থায় যে অস্থিরতা শুরু হয়েছে তাতে বিভিন্ন দেশ বিকল্প মুদ্রায় বাণিজ্যের দিকে ঝুঁকছে।
ব্রাজিল,রাশিয়া,ভারত,চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের ধারনার মধ্যেও এই বিকল্প মুদ্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে ব্রিকস জোটভুক্ত দেশ গুলোর মধ্যে বিকল্প কোনো মুদ্রা চালু হবে কি-না তা প্রাথমিক পর্যায় রয়েছে। কারণ তারা এখনো নিজেদের মধ্যে বড় আকারে আন্ত মুদ্রা বিনিময় শুরু করেনি। এই জোটের দেশগুলো এখনো ডলারের উপর নির্ভরশীল। বিকল্প মুদ্রা চালু হলে নিকট ভবিষ্যতে এ জোটভুক্ত দেশগুলোর মধ্যে লেনদেনে ডলারের উপর নির্ভরতা কমে যাবে।
বাংলাদেশ ব্রিকস জোটে যুক্ত হওয়াতে জাতীয় পার্টির নেতা, আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে ঢাকা ১৮ আসনের মনোনীত প্রার্থী জননেতা দয়াল কুমার বড়ুয়া সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। অর্থনৈতিক-রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশের জন্য সামর্থ্য প্রমাণের সুযোগ। ফলে পুরো বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন দয়াল কুমার বড়ুয়া।
চীন ও ভারতের পাশাপাশি রাশিয়ার কাছ থেকে নানান ভাবে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা আরো বেশি পাবে বাংলাদেশ। এই ধরনের জোট ভবিষ্যৎ এ আমাদের অর্থনৈতিক, ব্যাবসায়ীক ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রগুলো বিস্তৃত করার সুযোগ সৃষ্টি করবে বলে জানালেন জাতীয় পার্টির নেতা ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা দয়াল কুমার বড়ুয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn