
ব্রজধাম স্মৃতি সংসদের সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের পূর্ণমিলনী অনুষ্ঠিত
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ইং শুক্রবার ব্রজধাম স্মৃতি সংসদ এর উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-১৪৩১ বাংলা দুর্গোৎসবের পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রজধাম স্মৃতি এর সুযোগ্য সভাপতি বিধান বণিক।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি শুভাশীষ চৌধুরী, সংগঠনের পৃষ্টপোষক তপন কান্তি পাল, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পংকজ মিত্র উজ্জ্বল, উপদেষ্টা চন্দন সেন, বিশু দে পুতুল, তুষার দে, বিকাশ বনিক, লিটন পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকান্ত ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী, সাবেক সভাপতি শিমুল পাল, সাবেক সভাপতি দীপংকর মিত্র, সহ সভাপতি উৎপল চৌধুরী, কার্যকরী সদস্য বিকাশ চৌধুরী, কাজল দে, ইমন দাশ ছোটন, সাংগঠনিক সম্পাদক নিলয় দে, ক্রীড়া সম্পাদক মুন্না চৌধুরী, ধর্মীয় সম্পাদক পিন্টু বৈষ্ণব, প্রচার সম্পাদক প্রণাম দে, সহ সিনিয়র সদস্য তুষার সেন, দুর্গা নাথ, রাসেল ধর, সুমন বনিক, জুয়েল ধর, অন্তু সেন, জয় বনিক, শ্রাবণ আচার্য্য, আদিত্য নাথ, অর্পন পাল, জয় সেন, অনিক বনিক, শান্ত চৌধুরী, প্রান্ত চৌধুরী, সিপ্ত দে, লিংকন দে, বাবু দে, মুগ্ধ মুহুরী, অন্তু চৌধুরী, বিজন শীল, অর্ক সেন প্রমুখ।
এছাড়াও উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে ১৪৩১ বাংলা শারদীয় দুর্গোৎসবে বিশেষ অবদান রাখায় শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ এর প্রধান পৃষ্টপোষক সৃজন কান্তি পাল, সভাপতি লিটন কান্তি মহাজন ও সহ অর্থ সম্পাদক ইমন দাশ ছোটন কে সম্মাননা প্রদান করা হয়।