রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ব্যবসা দেওয়ার নামে, কোটি টাকা আত্মসাৎ, প্রতারক শাহিনের বিরুদ্ধে অভিযোগ

ব্যবসা দেওয়ার নামে, কোটি টাকা আত্মসাৎ, প্রতারক শাহিনের বিরুদ্ধে অভিযোগ

 

নারায়নগঞ্জের বন্দরে ব্যবসায় প্রলোভন দেখিয়ে আবুল খায়েরের ছেলে মোঃ স্বপন (৩১) কোটি টাকা আত্নসাৎ করার অভিযোগ উঠেছে। ব্যবসার টাকা ফিরত না দেওয়ায় থানায় অভিযোগ করেছে ভোক্তভোগীরা।

অভিযোগকারী মোঃ সাইফুর রহমান (৩৫), পিয়া মৃত. হাজী মতিউর রহমান, আফুরানী, সোনারগা নারায়ণগঞ্জ এর বাসিন্দা।

এ বিষয়ে সাইফুল ও ভোক্তভোগীরা বলেন, বিবাদীগন একপ্রকার প্রায়ারক চক্রের সদস্য এবং খারাপ প্রকৃতির লোক। ২নং বিবাদীর মারফতে ১নং বিবাদীর সাথে আমার ব্যবসায়িক যাত্রা শুরু হয়। ১নং সহিত ব্যবসায়িক মালামাল ক্রয় করাকে কেন্দ্র করিয়া এবং ২২৫-৬নং বিবাদীর প্ররোচনায় ও সহায়তায় গত ইং ০৪/০৯/২০২৪ তারিখ মুদি মালামাল ক্রয় করার জন্য উপরোক্ত ১নং বিবাদীকে অগ্রিম বাবদ- ২০০০০০০০/- (দুই কোটি) টাকা ২০০০০০০০/- (দুই কোটি) টাকা। ৭০,০০০০০/- (সত্তর লক্ষ) টাকা সর্বমোট ৪,৭০,০০,০০০/- (চার কোটি সত্তুর লক্ষ) টাকা প্রদান করি। পরবর্তীতে ১নং বিবাদী আমাকে প্রমাণ স্বরুপ ২০০০০০০০/- (দুই কোটি) টাকার চেক IFIC Bank, Payable at any branch in Bangladesh হার চেক নং- 4047403, তারিখ- ১৪/১১/২০২৪ প্রদান করে। তারপর Jamuna Bank, Payable at any branch in Bangladesh ২০০০০০০০/- (দুই কোটি) টাকার চেক, যাহার চেক নং- 2055595 তারিখ ১৪/১১/২০২৪ প্রদান করে। আবার ২০০০০০০০/- (দুই কোটি) টাকার চেক IFIC Bank, Payable at any branch in Bangladesh বাহনের চেক নং-4047404, আরিখ- ১৪/১১/২০২৪ প্রদান করে। পরবর্তীতে উক্ত ১নং বিবাদী আমাকে মালামাল দিবে বলিয়া, দেই দিচ্ছি করিয়া মালামাল না দিয়ে আমাকে হয়রানি করিয়া আসিতেছে। পরবর্তীতে লোক মারবত খবর পেয়ে জানতে পারি যে, বিবাদী উক্ত টাকা পয়সা নিয়া অনত্র পলায়ন করিযা স্ব-পরিবারে চলিয়া যায়। পরবর্তীতে ১নং বিবাদীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করিলে বিবাদীর মুঠোফোন বন্ধ পাই। অতঃপর ১নং বিবাদীর আত্মীয়-স্বজনদের কাছে বিবাদীর খোঁজ নিতে গেলে নিবাসীর আত্মীয় স্বন্ধন তাহার সন্ধ্যান জানেন না বলিয়া জানায়। ১নং বিবাদী উক্ত টাকা পয়সা হাতিয়ে নিয়ে মামল নেওয়া বন্ধ করিয়া দিলে ২নং বিবাদীকে ইহার কারণ জিজ্ঞাসাবাদ করিলে ২নং বিবাদী আমাকে উল্টো অকথ্য ভাষায় গালমন্দ করিয়া দেশীয় অস্ত্র সতের ভয়-ভীতি দেখাইয়া আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। গত ইং ৩০/১১/২০২৪ তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ২নং বিবাদীর ব্যারেজে থাকা তাহার সময় সুযোগ করিয়া আমার ইয়ামা মাটর সাইকেলটি যাহার প্রেমি নং- DHAKA METRO-LA-635874, CHESIS NO-MI3R67800RK02125 ENGIN NO-635760095679 বাহার অনুমান মূল্য- ৬,০০,০০০/- (ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকা নিয় যায়। পরবর্তীতে আমি ২নং বিবাদীর কাছে আমার মাটরসাইকেলটি কেরাত চাহিলে ২নং বিবাদী আমাকে মাটরসাইকেলটি না দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। উপরোক্ত বিষয়ে আমি মানসিকভাবে চিন্তিত এবং নিরুপায় হইয়া মানবেতর জীবন-যাপন করিয়েছি।

পরবর্তীতে থানায় এসে অভেযোগ করি সুবিচারের জন্য অভিযুক্তকারীদের বিরোদ্ধে বিবাদী-১। মোঃ স্বপন (৩১) পিতা আবুল খায়ের মাতা- সেফালী (জাতীয় পরিচয় পত্র নং- ৮২৫১৫১১৯২৭। সাং কামতাল, ডাকঘর- নারপাড়া-১৪০০, খানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ ২। দ্বীন ইসলাম (মামা) (৩৫), পিতা- সামসুল ইসলাম (বুরুন), সাং- কাফুরদী, ডাকঘর বড়নগর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ ৩। জনিয়া (২০), স্বামী- স্বপন ৪। সাজ্জাদ (২২) মোবাঃ ০১৯৫৬-৪৬৯১৮৬ পিয়া- আবুল খায়ের ৫। শেফালী (৪৫), স্বামী আবুল খায়ের সর্বসাং- কামতাল ৬। সম্পা (২০), পিতা- আবুল খায়ের, সাং- চর ইসলামপুর, বন্দর, নারায়ণগঞ্জ অভিযোগ দায়ের করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn