শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ব্যক্তিগত উদ্যোগে কপোতাক্ষের উপর আবারো নতুন সাঁকো

ব্যক্তিগত উদ্যোগে কপোতাক্ষের উপর আবারো নতুন সাঁকো

 

প্পাটকেলঘাটা থানার ১ নং ধান দিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে কপোতক্ষ নদের উপর সাঁকো তৈরি করছে। তার ভাই সুমনের পরিচালনায় সাঁকো তৈরীর কাজ কাজ দ্রুত গতিতেএগিয়ে যাচ্ছে।

২০ থেকে ২৫ গ্রামের মানুষ এই সাঁকোর উপর দিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার লোক যাতায়াত করে এরমধ্যে স্কুল,কলেজ ও মাদ্রাসার ৩০০ এর উপরে ছাত্র-ছাত্রী যাতায়াত করে। যে গ্রামগুলোর মানুষ বেশি যাতায়াত করে তার মধ্যে উল্লেখযোগ্য শার্শা, কৃষ্ণনগর, শান্তলা, ধান দিয়া, মানিক হার, সেনের গাতি, সুরুলিয়া, ঝড়গাছা, দৌলতপুর, সৈয়দপুর, নগর ঘাটা, পাঁচপাড়া, বাটরা, গড়ের ডাঙ্গা ও নীলকন্ঠপুর।

পতাক্ষদর্শী মোহাম্মদ সেলিম শেখ বলেন আগামী ২৪ শে জানুয়ারি থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে সাত দিনের মেলা অনুষ্ঠিত হবে। এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০হাজার মানুষ যাতায়াত করবে। পুরানো সাঁকোটি ভেঙ্গে পুনরায় একটি নতুন সাঁকো তৈরি করে দেওয়াই স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরকে সাধুবাদ জানাই।

এ ব্যাপারে জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে বলেন, আমি পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগণের ভালোবাসার কারণে। শুধু সাঁকো না মানুষের কষ্ট দূর করার জন্য এরকম কাজ আমি অনেক করে থাকি। সম্প্রতি নিজে উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে আরো একটি রাস্তা সংস্কার করে দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি নির্বাচিত হয়েছি শুধুমাত্র সৎ ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করি বলে। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করলে তাদের ভোগান্তি আর থাকবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn