বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

বোয়ালখালীর করলডেঙ্গায় ভদন্ত শীলানন্দ মহাথেরোর একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত

বোয়ালখালীর করলডেঙ্গায়
ভদন্ত শীলানন্দ মহাথেরোর একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত

 

গত ৭ মার্চ শুক্রবার দুপুরে বোয়ালখালী উপজেলাধীন করলডেঙ্গা মহাশ্মশান আর্য ভাবনা কুঠিরে ধুতাঙ্গ সাধক ও আর্যশ্রাবক ভদন্ত শীলানন্দ মহাথেরোর একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়।

সংগঠক সরিৎ চৌধুরী সাজু ও রিপন বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী ভাষণ প্রদান করেন অ্যাডভোকেট সুজন কুমার বড়ুয়া। স্বাগত ভাষণ প্রদান করেন বিপ্লব বড়ুয়া বিভূ।

বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, দীপঙ্কর বড়ুয়া, অঞ্জন বড়ুয়া প্রমুখ।
এছাড়াও মঙ্গলাচরণ করেন ইন্দ্রিয় সংযম ভিক্ষু ও পঞ্চশীল প্রার্থনা করেন ঝুলন বড়ুয়া। দেশনা প্রার্থনা করেন সুমন বড়ুয়া। ফুল ও সম্মাননাস্মরক বিভিন্ন সংগঠন ও গ্রামের পক্ষে প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn