বোয়ালখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা পৌরসভা একাদশ বনাম সারোয়াতলী ইউনিয়ন একাদশ খেলা অনুষ্ঠিত হয়েছে। সারোয়াতলী ইউনিয়ন একাদশ ১গোলে চ্যাম্পিয়ন অর্জন করেন। ২ জুলাই বিকেলে গোমদন্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহীঅফিসার মোঃ মামুন এর সভাপতিত্ব ও উপজেলা ক্রাড়ী সংস্থা সাধারণ সম্পাদক- পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর সঞ্চানালয় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ সদস্য নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীম আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক, চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান, শফিউল আজম সেফু, প্যানেল মেয়র তারেকুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,, সৈয়দ মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন আবু, আরিফ উদ্দিন জুয়েল, রেবেকা সুলতানা মনি, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান, উপজেলা ক্রাড়ী সংস্থা সহ সভাপতি এস এম আলী আকবর, হারুন রশীদ বাবলু, এস এম ওমর ফারুক, এস এম জসিম উদ্দিনসহ ক্রাড়ী সংস্থার সকল কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলার শেষে প্রধান অতিথি সাংসদ নোমান আল মাহমুদ চ্যাম্পিয়ন ও রানার্স আপদলকে পুরস্কার বিতরণ করেন। দু,এক মাসের মধ্যে বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ টুর্নামেন্টে শুভ উদ্বোধন করা হবে বলে জানান সাংসদ নোমান আল মাহমুদ। তিনি আরও বলেন খেলাধূলাসহ যে কোন প্রয়োজনে আমি সহযোগীতা করব। বক্তরা বলেন শেখ হাসিনা সরকার একটি ক্রীড়া বান্ধব সরকার, যার কারনে আজ সারা বিশ্বে বাংলাদেশ মর্যাদাশীল দেশে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনা সরকার সারাদেশে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজকে খেলা-ধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে করে মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের মাদক থেকে দূরে থাকতে পারে। অনেক পরিবার আজ মাদকাসক্ত সন্তানের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে, এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। তিনি বলেন, মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই।