শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

বোদায় ২ জলে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল বড় বোনের

বোদায় ২ জলে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল বড় বোনের

 

 

পঞ্চগড় জেলার বোদা উপজেলার জলে খেলতে খেলতে দুইবোন বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় দুই সহোদর বড় বোন মোনতাহা (৮) ও ছোট বোন আয়শা সিদ্দিকা (৬) নামে দুই শিশু। তারা মায়ের পেটের আপন দুটি বোন।এদরে মধ্যে বড় বোন কন্যা শিশু মোনতাহার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সাড়ে ৪ টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আলিম বাজার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত মোনতাহা একই গ্রামের আবু সাঈদের বড় মেয়ে। আর ছোট মেয়ে আয়শা সিদ্দিকা বোদা উপজেলা সদর হাসপাতারল চিকিৎসাধীন রয়েছে।

পরিবার ও স্থানীয় জানান, বিকেলে বৃষ্টির পানিতে দুই বোন খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে এক পর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের না পেয়ে পুকুরে গিয়ে তাদেরকে ডুবে যায় দেখে তাৎক্ষনিক দুই বোনকে উদ্ধার করে বোদা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বড় বোন মোনতাহাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে বৃহস্পতিবার বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দীন বলেন, আপন দুই বোন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের মধ্যে বড় বোন মোনতাহার মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পুলিশের সদস্যকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn