শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সাংবাদিকের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরী: কামাল হোসেন আজাদ

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সাংবাদিকের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরী: কামাল হোসেন আজাদ

সদর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মহফিল

 

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সাংবাদিকের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক কামাল হোসেন আজাদ।

সদর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অনুসন্ধানী মুলক প্রতিবেদন তৈরি করে দেশ ও সমাজের সেবা প্রদানের পাশাপাশি অসংগতিসমূহ তুলে ধরতে হবে।

২১ মার্চ শুক্রবার পর্যটন নগরীতে সাংবাদিকদের সমন্বয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক দৈনন্দিন পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দু শুক্কুরের সভাপতিত্বে ও জাতীয় দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদারের সঞ্চালনায় শহরের হোটেল শৈবালে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলমের কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, প্রধান মেহমান হিসসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুর রহিম শাহীন।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেজুয়েট প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি মোঃ এরফান হোসাইন, রুর‍্যাল জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, দৈনিক সাগরদেশ পত্রিকার পরিচালনা সম্পাদক ও সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দীন, মাল্টিমিডিয়া রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি মুহিবুল্লাহ মুহিব, জেলা ছাত্র প্রতিনিধি রিয়াদ মণি, সাকিব, আজিজ রুবেল ও আব্দুল ওয়াহিদ মানিক।

সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শায়েক আহমেদ, সহ সভাপতি ইকবাল চৌধুরী, সহ সভাপতি আবছার কামাল, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ নোমান, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, কার্যকরী সদস্য রমজান আলী, অন্তর দে বিশাল প্রমুখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ পরিহার করে কক্সবাজারে কার্ড নিয়ে বানিজ্য চালাচ্ছে কতিপয় ব্যক্তি। এর বিরুদ্ধে সোচ্চার থেকে দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের নৈতিক ভূমিকা নিয়ে বিশেষ গুরুত্বরুপ করা হয়। এছাড়াও সাংবাদিকদের নির্ভয়ে অনুসন্ধানী সত্য ঘঠনার সংবাদ প্রকাশের আহবান করেন বক্তারা।

এছাড়াও আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn