রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিরোভ বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিরোভ বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম

 

চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। সমাবেশ থেকে তারা গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি  নিষিদ্ধ ও ছাত্রলীগ -যুবলীগ নেতাদের বিচার দাবি করে।শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রামের লালদিঘী থেকে সহস্রাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল প্রেসক্লাব হয়ে জামালখান চত্বরে জমায়েত হয়ে, সেখানে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে আওয়ামিলীগের রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যাকান্ডের বিচার, শাপলা হত্যাকান্ডের বিচার ও বিডিআর হত্যাকান্ডসহ ফ্যাসিস্ট হাসিনা আমলে সংগঠিত গুম-খুন-ধর্ষণসহ সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রিদুয়ান সিদ্দিকী, সিয়াম ইলাহী বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন আহবায়ক কমিটির (দক্ষিণ জেলা) যুগ্ম আহবায়ক জোবায়েরুল আলম মানিক, সাইফুর রহমান রুদ্র, ছাড়াও নতুন কমিটির অনেকেই বক্তব্য রাখেন।

এসময় সমন্বয়ক জোবায়েরুল আলম মানিক বলেন, কয়েকদিন আগে গঠিত চট্টগ্রামের তিনটি কমিটি নিয়ে আমরা তুমোল আপত্তি জানিয়েছিলাম। জুলাইয়ের ব্যানারে আমরা ছাত্রলীগ পুনর্বাসন হতে দেবোনা। কয়েকদিন আগে গঠিত কমিটিতে চিহ্নিত ছাত্রলীগের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি, যা অত্যন্ত লজ্জার।

সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রিদুয়ান সিদ্দিকী বলেন, ইতোপূর্বে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন টাওয়ারে অনুষ্ঠিত সভায় সহযোদ্ধাদের হেনস্থা, কিশোর গ্যাংকে পুনর্বাসন, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক অভিযোগে অভিযুক্তদের বিষয়ে তদন্ত হওয়ার সিদ্ধান্ত হয়েছিলো। অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ না করে অভিযুক্তদের নেতৃত্বে এনে কমিটি প্রকাশ করা জুলাইয়ের চেতনার সাথে প্রতারণার সামিল।

সমন্বয়ক সিয়াম ইলাহী বলেন, আমরা ইতোমধ্যে এই অযাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। অতি দ্রুত সময়ে চিহ্নিত ছাত্রলীগসহ অভিযুক্তদের বাদ দিয়ে কমিটি বাতিল করতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে চাঁদাবাজি ও ডটগ্যাং সদস্য নির্ভর অযাচিত একটি কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জেলায়। বীর চট্টলার ছাত্র জনতা এমন অযাচিত পকেট কমিটি কোনদিন মেনে নেবে না। কেন্দ্রীয় কমিটির নেতারা কমিটি বাতিলের ব্যবস্থা না নিলে রাজপথেই এর সমাধান হবে।

বক্তারা আরো বলেন, ছাত্রলীগের কর্মীদের পুনর্বাসন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে। এর নেপথ্যে কারা সেটি তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধাদের অবমুল্যায়ন করে মাইম্যান কমিটি বীর চট্টলা মেনে নেবে না।

বক্তারা বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সংস্কারের দোহাই দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। ছাত্রলীগ -যুবলীগের ক্যাডারদের গ্রেফতারে প্রশাসনের অনীহা প্রকাশ পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে জুলাই হত্যাকান্ডের বিচার করা। এছাড়া পতিত ফ্যাসিস্ট হাসিনা রেজিমে শাপলা হত্যাকান্ড ও পিলখানা হত্যাকান্ড ফ্যাসিস্ট রেজিমের গোড়াপত্তন হওয়ার অন্যতম কারণ। নির্বাচনের আগেই উক্ত হত্যাকান্ডসমূহের বিচারসহ সকল গুম-খুন-ধর্ষণসহ সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচারের দাবি জানান বক্তাগণ।

সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক এজিএম বাপ্পী, নাফিজা সুলতানা অমি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মুজাহিদ, মহানগর ও উপজেলা প্রতিনিধি অর্ক সাইফুল ইসলাম, নাফিজ ইমন, ইমরান হোসেন, হ্নদয় চৌধুরী, বেলাল হোসেন প্রমূখ।

প্রসঙ্গত, সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে  চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের সদস্যদের দলভুক্ত করার অভিযোগ উঠার পর চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। সক্রিয় শিক্ষার্থীদের বৃহৎ অংশটি সমন্বয়ক রাসেল আহমেদের অনুসারী।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন গঠিত তিন কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ করেছিলো শিক্ষার্থীদের এক অংশ। আজকের বড় শোডাউন করে কমিটি বাতিলের দাবি জানালো কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদের অনুসারীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn