
বেলপুকুরিয়ার দোমাদী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ০২ নং বেলপুকুরিয়া ইউনিয়নের ০১ নং দোমাদী দক্ষিণ পাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
০৭ মার্চ ২০২৫ ইং শুক্রবার ০২ নং বেলপুকুরিয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ০১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ সমশের আলীর ও সংগঠনের উদ্যোগে দোমাদী দক্ষিণ পাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও ইফতার মাহফিল বানেশ্বর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমানের
সঞ্চালনায় প্রধান অতিথি পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মোঃ শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পুঠিয়া উপজেলা সভাপতি আমিনুল ইসলাম ডালিম ও ইউনিয়ন কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ এবং ইউনিয়ন আমীর মোঃ মকবুল হোসেনের উপস্থিতিতে এবং ০২ নং বেলপুকুরিয়া ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ লসের আলী, মোঃ সফিকুল ইসলাম, মোঃ আলামিন, মোঃ মেজান, মোঃ বেলাল ,মোঃ রফিকুল, মোঃ তাজেল, মোঃ কামরুল, মোঃ আলামিন, মোঃ রন্জু , মোঃ মোতাহার হোসেন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।