রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

 

ভারতীয় মালামাল নিয়ে বেনাপোল বন্দরে আসা দিনেশ চাঁদ যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। তিনি বৃহস্পতিবার ৭নভেম্বর তুলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর রাতে বেনাপোল বন্দরের ২৫ নম্বর সেডের টিটিআই এসিডের মাঠে গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিল। সেখানে রাতে কোন এক সময় তিনি গাড়ির মধ্যেই স্ট্রোক করেছেন বলে পাশের ট্রাকে থাকা চালকরা জানান।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে দু’দেশের আমদানি-রপ্তানি গেটে তার মৃত্যু হয়।
দিনেশ চাঁদ যাদব ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার জালালপুর এলাকার বাসিন্দা। তার ট্রাক নাম্বার-এঔঙওঐঞ-১৪৫৪। উক্ত পণ্যের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠানের নাম রোজ ইন্টিমেস লিমিটেড।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় এক ট্রাক চালক অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদারের মাধ্যমে
পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানানো হলে তাকে দ্রুত ভারতে নিয়ে যাওয়া হয় চিকিৎসা দেয়ার জন্য। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাকে নিতে অনেক বিলম্ব করে ফেলে। ফলে তিনি দু’দেশের আমদানি-রপ্তানি গেটেই মারা যান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বন্দরে একজন ভারতীয় ট্রাক চালক মারা গেছেন জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে ভারতের বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn