সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

বেনাপোলে হেরোইনের মামলায় ফিরুর যাবজ্জীবন কারাদন্ড

বেনাপোলে হেরোইনের মামলায় ফিরুর যাবজ্জীবন কারাদন্ড

 

হেরোইনের মামলায় বেনাপোলের মাদক কারবারি ফিরোজা বেগম ফিরুকে যাবজ্জবীন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার (৪নভেম্বর) অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এই আদেশ দেন। ফিরু বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি বেনাপোল পোর্ট থানা পুলিশ বড়আঁচড়া এমপি মার্কেটের সামনে থেকে মোস্ত নামে এক ব্যক্তিকে আটক ও তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া ফোনের একটি চুরি মামলার বাদী কামরুজ্জামানের। এরপর মোস্তর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বড়আঁচড়ার ফিরুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফিরুকে আটক ও কাঁথার মধ্যে মোড়ানে তিনটি চোরাই মোবাইল ফোন ও চুরি করে আনা ৬৫ হাজার টাকা পাওয়া যায়। আরও কিছু আছে কিনা জানতে চাইলে আটক ফিরু অপর একটি কাঁথার মধ্যে থেকে পলিথিনে প্যাকেট করা ১০০ গ্রাম হেরোইন বের করে দেয়।

ওই ঘটনায় ফিরুকে আটক দেখিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পোর্ট থানায় মামলা করেন এএসআই মতিয়ার রহমান। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই বছরের ১২ মার্চ আসামি ফিরুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ হাবিবুর রহমান।

দীর্ঘ সাক্ষ গ্রহণ শেষে আসামি ফিরোজা বেগম ফিরুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ফিরু জামিনে মুক্তি পেয়ে পলাত রয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn