সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা

বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা

 

নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। যার নামকরণ করা হয়েছে কোভিড- ওমিক্রন এক্সবিবি। এখনো পর্যন্ত যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।

রোববার ৮ই জুন সকাল থেকে প্রতি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে বেনাপোল ইমিগ্রেশনে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, চারপাশে কোভিড-ওমিক্রন এক্সবিবি আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ঢাকা ও রাজশাহীতে বেশ কয়েকজন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাই আগেভাগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও বেনাপোল বাসীকে সকর্ত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় পর পর হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহার্য জিনিপত্র জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার করে নিন। দরজার হাতল, সুইচ, লিফটের বাটন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখুন ও মাস্ক ব্যবহার করুন। কেননা কোভিড- ওমিক্রন এক্সবিবি কোভিড- ১৯ মহামারীর চেয়েও মারাত্মক। যে কারণে সকলকে সচেতন ও সতর্ক হতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তি পুরুষ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান,বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। যাতে করে কোভিড-১৯ এর চেয়ে কোভিড- ওমিক্রন এক্সবিবি মারাত্মক শক্তিশালী। এটি শনাক্ত করাও কঠিন হলেও আক্রান্ত ব্যক্তি সহজেই কাহিল হয়ে পড়বেন।
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এ সময়ে ২১টি নমুনা পরীক্ষা করে তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে চিঠি ইস্যু করা হয়েছে।বাংলাদেশ সীমান্তে চেকপোস্ট এলাকায়, এসব তথ্য জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn