রবিবার - ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেনাপোলের মাদক ব্যবসায়ী মুজিবুরের ৫ বছর কারাদণ্ড

বেনাপোলের মাদক ব্যবসায়ী মুজিবুরের ৫ বছর কারাদণ্ড

 

 

ইয়াবার মামলায় বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুজিবর সরদারের ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার ২০মার্চ ~অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুুজিবুর সরদার বেনাপোলের ভবেরবেড় গ্রামের সৈয়দ সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহারিয়ার ইবনে আজাদ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১৬ আগস্ট রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ দীঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে মুজিবরকে আটক ও ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এঘটনায় এসআই কাজী এহসানুল হক বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই মতিয়ার রহমান ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর আসামি মুজিবরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষী গ্রহণ শেষে আসামি মুজিবর সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn