সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

বেনজির টিটোর কড়া নির্দেশে যুবদল থেকে মোঃ লিজন আহমেদকে অব্যাহতি

বেনজির টিটোর কড়া নির্দেশে যুবদল থেকে মোঃ লিজন আহমেদকে অব্যাহতি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কালিহাতী উপজেলা শাখার মোঃ লিজন আহমেদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আসে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর কড়া নির্দেশে।

কালিহাতী উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক হাসমত আলী রেজা এক পত্রে জানান, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী লিজন আহমেদকে সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।” দলীয় প্যাডে স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয় যে, লিজন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অব্যাহতির সিদ্ধান্ত:
বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ লিজন আহমেদকে বল্লা ইউনিয়ন যুবদলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলের নির্দেশনা অনুযায়ী তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

শৃঙ্খলা রক্ষায় হুঁশিয়ারি:
উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn