
বেড়ীবাঁধ এলাকায় ঝোপের ধারে অঞ্জাত যুবকের লাশ উদ্ধার
নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ (আউটার রিং রোড সংলগ্ন সিডিএ বালুর) মাঠে পশ্চিম দিকে লোকমানিয়া মসজিদের নিকটস্থ ঝোপের ধারে
এক অঞ্জাতনামা ২০/৩০ বছরের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, মঙ্গলবার ( ১১ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর কেবা- কারা সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৭ টার মধ্যেই রক্তমাখা শরীরের বিভিন্ন অংশে ছুরি অথবা ধারালো দা’য়ের কোপে অতিমাত্রায় আঘাতে মূমর্ষ অবস্থায় ঐ যুবককে মাটিতে পেলে দিয়ে পালিয়ে যায়।
বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ টিম ২/৩ ঘন্টা পর ঘটনা স্থলে গিয়ে লাশ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বিস্তারিত সকাল/ দুপুরে (বুধবার)দিকে জানাবেন বলে গণমাধ্যম কর্মীদের জানান।