রবিবার - ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেঙ্গালুরুর মন্দিরের অনুষ্ঠানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রথ, ১ যুবকের মৃত্যু

বেঙ্গালুরুর মন্দিরের অনুষ্ঠানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রথ, ১ যুবকের মৃত্যু

 

 

মন্দিরের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে চলছিল ভারতের বেঙ্গালুরুর কাছেই অবস্থিত ঐতিহাসিক মাদুরাম্মা মন্দিরে। আর এই অনুষ্ঠান চলাকালীন ভেঙে পড়ল ১০০ ফুট উঁচু একটি রথ। সেই ভেঙে পড়া রথের নীচে চাপা পড়ে মৃত্যু হল লোহিত(২৪) এক যুবকের। তিনি তামিলনাড়ুর হোসুরের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন একাধিক। আহতদের মধ‍্যে থাকা ১৬ বছরের এক কিশোরীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শনিবার (২২ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে পারাপ্পানা অগ্রহারের রায়সান্দ্রায়। সূত্রে প্রকাশ, এদিন আবহাওয়া খারাপ থাকা সত্ত্বে ও অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন প্রচুর ভক্ত। ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াকে উপেক্ষা করেই ভক্তেরা ২টি বিশালকার রথ টেনে নিয়ে যাচ্ছিলেন মন্দিরের দিকে। সেই সময় প্রথম রথটি হঠাৎই  ভেঙে পড়ে রায় সান্তার কাছে। বিশালাকার সেই রথের নীচে চাপা পড়ে যান লোহিত সহ বেশকিছু মানুষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় লোহিতের। গুরুতর আহত হন বাকিরা। এরপর দ্বিতীয় যে রথটি টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেটিও চিক্কা নাগমঙ্গলার কাছে পৌঁছতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে এই দ্বিতীয় ঘটনাটিতে কেউ গুরুতর আহত হয়নি বলেই জানা গেছে। বাতাসের তীব্রতা এবং বৃষ্টিপাতের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যুর মামলা দায়ের করেছেন ভক্তদের একাংশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn