
বেঙ্গালুরুতে বৃষ্টির বিপর্যয়ে মৃত ৩
১২ ঘন্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিতে নাজেহাল অবস্থা ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর। ২ দিনের বৃষ্টির জেরে শহরের নিচু এলাকাগুলি প্লাবিত হয়। মঙ্গলবার (২০ মে) পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ৫ শতের ও বেশি বাড়িঘর। তবে বৃষ্টি যে এখনই কমছে না, তা জানিয়ে দিয়েছে মৌসম ভবন। আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তাঁরা। ফলে নিচু এলাকাগুলি থেকে জল না নামলে নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন সূত্রে প্রকাশ, বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে কোরামঙ্গলা, বাসবানগুড়ি, বিটিএস লেআউট, মারাঠিহাল্লি, ইয়েলাহাংকা, হ্যাল বিমানবন্দর, শান্তিনগর, কেঙ্গেরি, কোড়িগেহাল্লি, মাদনায়কানহাল্লি, মাদাভারা, ভাদেরাহাল্লি, চিক্কাভানাভারা এবং কেম্পেগৌড়া। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা প্লাবিত। ফলে যান চলাচল ও ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিতে দেওয়াল ধসে পড়ে হোয়াইট ফিল্ডে একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। দক্ষিণ বেঙ্গালুরুতে এক প্রৌঢ় ও শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বেসমেন্টে জমে থাকা জল পাম্পের সাহায্যে বার করার সময় এই ঘটনা ঘটে।