শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষন করে হত্যা !

বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষন করে হত্যা !

 

শুক্রবার (২৪ জানুয়ারি ) ভারতের বেঙ্গালুরুর রামামূর্তি এলাকায় কালকেরে লেকের কাছে এক ২৮ বছর বয়সী নারীর লাশ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ধর্ষনের পর খুন করা হয়েছে। পুলিশ জানায়, ওই নারী একটি অ‍্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার (২৪ জানুয়ারি ) সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, নিহত গৃহ পরিচারিকা একজন বাংলাদেশি নাগরিক। তিনি ৬ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। তার স্বামী বিবিএমপিতে (বেঙ্গালুরু পৌর কর্পোরেশন) ময়লা পরিস্কার কর্মী হিসেবে কাজ করেন। তাদের ৩ সন্তান রয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা বলেন, ” নিহত ওই নারী একজন বাংলাদেশি নাগরিক। তার স্বামী পাসপোর্টধারী এবং মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) ওই নারী তার সহকর্মীকে জানান,তার ব‍্যক্তিগত কিছু কাজ আছে, এজন‍্য তিনি দেরি হতে পারেন। তবে তিনি রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় নিখোঁজ  ডয়েরি করেন” কৃর্তপক্ষ জানিয়েছে, ” নিহত নারী সম্ভবত পরিচিতি কারও সাথে দেখা করতে গিয়ে নির্জন এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাকে বোল্ডার দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এটি সম্ভবত কোনো ঝগড়ার ফলাফল। আমরা ধর্ষণ( ধারা৬৩) এবং খুন ( ধারা ১০৩) এর মামলা দায়ের করছি এবং ময়নাতদন্তের প্রতিবেদনের জন‍্য অপেক্ষা করছি।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn