শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বেঙ্গালুরুতে আরসিবির জয় উদযাপনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলায় ৭ জন নিহত

বেঙ্গালুরুতে আরসিবির জয় উদযাপনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলায় ৭ জন নিহত

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে আনন্দের অনুষ্ঠান বদলে গেল বিষাদে। রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল জয়কে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। যাবতীয় আয়োজন সম্পন্ন ও হয়েছিল। কিন্তু বিরাট কোহলিরা ঢোকার আগেই আরসিবি সমর্থকদের তুমুল উন্মাদনার মধ‍্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, পদদলিত হয়ে অন্তত ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দলের সাফল্য উদযাপনের উত্তেজনা দ্রুত বিশৃঙ্খলায় রুপ নেয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রবেশদ্বারে ভিড় উপচে পড়ে। পুলিশের ভিড় নিয়ন্ত্রণে হালকা লাঠিচার্জ করতেও দেখা যায়। এরপরই ধাক্কাধাক্কির মধ‍্যে পদদলিত বহু মানুষ। ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত অন্তত ২৫। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn