মঙ্গলবার - ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বৃষ্টি কাব্য

বৃষ্টি কাব্য
জাইমা ইসলাম পরী

ভাল্লাগে ঐ বৃষ্টি মাঝের
টাপুরটুপুর সুর,
শুনে শুনে কোমল হৃদয়
যায় যে অচিনপুর।

ভাল্লাগে ঐ বৃষ্টি মাঝের
ঝুমঝুমা ঝুম গান,
গানের তালে দেহ দোলে
পায় যে নতুন প্রাণ।

ভাল্লাগে ঐ বৃষ্টি মাঝের
উষ্ণ আয়োজন,
কবি মনে খুঁজে বেড়ায়
একলা প্রিয়জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn