রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে স্বচ্ছ নিয়োগ এর মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জে স্বচ্ছ নিয়োগ এর মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 

দিনাজপুরের বীরগঞ্জে ১নং শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজার সংলগ্ন মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মুরারীপুর মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এর আয়োজনে মুরারীপুর দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও অস্থিতিশীল করার জন্য মাদ্রাসার সুপার নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এবং স্বচ্ছ নিয়োগ কে অসচ্ছ হিসেবে দেখানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মুরারীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নরেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়িমদ্দীন, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মুরারীপুর গ্রামের কাদের মিয়া, আমজাদ আলী, গাওসুল আজম সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যাক্তি মুরারীপুর দাখিল মাদ্রাসার বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা এলাকার কিছু বখাটে ছেলে-মেয়েদেরকে ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড। তাদের এভাবে অসম্মান করা হচ্ছে আমরা সেটি মানতে পারছি না।
এবিষয়ে মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষায় মোট ২১জন অংশগ্রহন করেন। এদের মধ্যে ৩জন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়। এদেরকে বিধিমোতাবেক নিয়োগ প্রদান করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর মুঠোফোনে কথা বললে তিনি বলেন, মুরারীপুর দাখিল মাদ্রাসার নিয়োগটি যথাযথ প্রক্রিয়া ও বিধিমোতাবেক সম্পন্ন হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn