
বীরগঞ্জে ভ্রাম্যমান প্রশিক্ষণ ও বরণ অনুষ্ঠান
দিনাজপুরের বীরগঞ্জে সমবায় সমিতিরটেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা ও আয় বর্ধন সংক্রান্ত একদিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ ও জেলা সমবায় অফিসার এর বরণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারী ( বৃহঃ বার ) বীরগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযোগদান কৃত জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দিনাজপুর জেলা সমবায়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পরিদর্শক মোছাঃলুৎফুন নাহার, প্রশিক্ষক রুমানা জাহান। বীরগঞ্জ উপজেলার ১৩টি সমবায় সমিতির ২৫জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এর আগে নতুন যোগদানকৃত দিনাজপুর জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর কে বীরগঞ্জ উপজেলা সমবায়ী এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়। বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ আউয়াল খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ লিমন ইসলাম, পিটার সুদাদ রায় সচীন বর্মন মোঃ মুনতাজ আলী সহ সংগঠনের বিভিন্ন সদস্য সদস্যাবৃন্দ।